রাজঘন্টা, রাজধুতরা, অ্যাঞ্জেল’স ট্রাম্পিট




ফুলের নাম- রাজঘন্টা, রাজধুতরা, অ্যাঞ্জেল’স ট্রাম্পিট 

বৈজ্ঞানিক নাম- Brugmansia suaveolens(Syn. Datura suaveolens, Datura gardneri Hook.) 

পরিবার- Solanaceae 

অন্যান্য নাম- Brugmansia, angel-star 

Daturae গোষ্ঠী(Tribe) দুটি গণে বিভক্ত- Brugmansia এবং Datura। Brugmansia গণের গাছগুলোর নাম অ্যাঞ্জেল’স ট্রাম্পিট আর Datura গণের বিশেষ করে Datura metel এর নাম ডেভিল’স ট্রাম্পিট। 

অ্যাঞ্জেল’স ট্রাম্পিট( Brugmansia suaveolens) কে বাংলায় রাজঘন্টা নামে ডাকা হয়। এটি দক্ষিণ আমেরিকার প্রজাতি। ১০-১৬ ফুট লম্বা আধা-কাষ্ঠল গুল্ম বা ছোট আকারের বৃক্ষ। ডিম্বাকৃতির পাতা, ১০ইঞ্চি লম্বা ও ৬ইঞ্চি চওড়া। ছায়ায় জন্মানো গাছের পাতা বড় হয়ে থাকে। ৯-১৩ ইঞ্চি লম্বা, ট্রাম্পিট আকারের ফুল দৃষ্টিনন্দন ও সুগন্ধি। ফুল দেখতে ধুতুরা ফুলের মতো, গাছ থেকে ফুল নিচের দিকে মুখ করে ঝুলে থাকে। সাদা, গোলাপি আর হলুদ রঙের ফুল দেখা যায়। ডাল মাটিতে গেথে দিলেই চারা গজায় কিন্তু রাজঘন্টা ফুল খুব বেশি দেখা যায় না। 

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা~দ্বিজেন শর্মা ও উইকিপিডিয়া 

ছবি- নেট 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি