পান্থপাদপ


নাম- পান্থপাদপ 
বৈজ্ঞানিক নাম- Ravenala madagascariensis 
পরিবার- Strelitziaceae 
অন্যান্য নাম- Traveller's tree/traveller's palm 

মাদাগাস্কারের প্রজাতি। পান্থ অর্থ পথিক আর পাদপ অর্থ গাছ। এই গাছগুলো দেখতে অনেকটা কলাগাছের মতো, তবে পাতা কান্ডের মাথার দুপাশ থেকে উপরে সারিবদ্ধভাবে উঁচান, তাতেই সহজে চেনা যায়। শরতে ফুল ফোটে। উঁচান বড় বড় ডাঁটায় নৌকাকৃতি পত্রপুট, তাতে ফুল। ফুলের এই নৌকাকৃতির ব্র্যাক্ট বৃষ্টির পানি ধরে রাখতে পারে। তাই মরু অঞ্চলে বা অসহায় তৃষ্ণার্ত পথিকের ভালো বন্ধু এই পান্থপাদপ গাছ। ফল ৩-কোষী, শক্ত, বিদারী। বীজ বহু। গোড়ার চারা ও বীজে চাষ। 
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা 
ছবি- নেট 


:) :) @}-;-‘-;-‘-;--------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি