Dombeya
ফুলের নাম- ডাম্রুপানি, পিঙ্ক বল ডম্বেয়া, ট্রপিক্যাল হাইড্রাঞ্জিয়া
বৈজ্ঞানিক নাম- Dombeya wallichii
পরিবার- Malvaceae
Dombeyoideae উপপরিবারের সদস্য ডম্বেয়া বা ডাম্রুপানির আদিনিবাস মাদাগাস্কার। গাছগুলো প্রায় ২০ ফুট পর্যন্ত লম্বা হয় কিন্তু বেশিরভাগ বাগানে ছেঁটে ছোট করে রাখা হয়। পাতা বড়, তাম্বুলাকার, ১০-১৬সেমি চওড়া, কিনার দন্তর, বোঁটা মোটা।
ফ্রেঞ্চ বোটানিস্ট জোসেফ ডোম্বের সম্মানে গণের নামকরণ ডম্বেয়া করা হয়েছে। পিঙ্ক বল ডম্বেয়া ফুল ফোটে শীত ও বসন্তের শুরুতে। পাতার কক্ষ থেকে গজান লম্বা ডাঁটায় ঝুলন্ত বলের মতো গোলাপী রঙের গুচ্ছাকারে ফুল ফোঁটে। ফুল হালকা সুগন্ধি।
Dombeya spectabilis যেহেতু একই গণের তাই অনেক মিল আছে এই দুইটি প্রজাতিতে। পার্থক্যও আছে। পিঙ্ক বল ডম্বেয়ার ফুল গোলাপী রঙের আর এই প্রজাতির ডম্বেয়া সাদা বা গোলাপী আভাযুক্ত সাদা রঙের। পিঙ্ক বল ডম্বেয়ার পাতার তুলনায় এই জাতের ডম্বেয়ার পাতার লোব বা বিভক্তি স্পষ্ট, অনেকটা ম্যাপল পাতার মতো, তাই এই জাতের ডম্বেয়াকে ম্যাপল লিফ ডম্বেয়া নামেও ডাকা হয়।
ছবি- নেট
:) :) @}-;-‘-;-‘-;--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন