ইল্যাং ইল্যাং

ফুলের নাম- ইল্যাং ইল্যং 
বৈজ্ঞানিক নাম- Cananga odorata 
পরিবার- Annonaceae 
অন্যান্য নাম- Cananga tree, fragrant cananga, Macassar-oil plant, perfume tree 

কোনো বাংলা নাম নেই। গ্রীষ্ম প্রধান অঞ্চলের ফুল। দক্ষিণ এশিয়া, উত্তর অস্ট্রেলিয়া ও প্যাসিফিক দ্বীপপুঞ্জে খুব বেশি পাওয়া যায়। তবে বাংলাদেশে ক্যানাঙ্গা দুষ্প্রাপ্য। বলধা গার্ডেন ছাড়া দেশে আর কোথাও খুঁজে পাবেন না।

 গাছের উজ্জ্বল সবুজ পাতা বর্শার ফলার মতো চোখা। ডালপালা ততটা শক্ত নয়। উচ্চতায়ও তেমন আহামরি নয়। সাত-আট ফুট উচ্চতার ক্যানাঙ্গা/ইল্যাং ইল্যাং বাংলাদেশে মূলত বলধা বাগানে দেখা যায়। সিবিলি ও সাইকি-দুই ভাগেই অনেক গাছ রয়েছে।

 ফুলের সৌরভ হাসনাহেনার মতো দূর থেকে টানবে না। তবে কাছে গেলে আপ্লুত হবেন। ফুলের কাঁচা-পাকা একটা ব্যাপার রয়েছে। কাঁচা ফুলের গন্ধ এক রকম, ফুল পেকে হলুদ হলে আরেক রকম। পাকা ফুলের গন্ধ যেন এক রহস্য। মনে হবে, খুব পরিচিত, খুব চেনা চেনা। কিসের সঙ্গে যেন মিল রয়েছে। ক্যানাঙ্গার মিষ্টি ঘ্রাণে রয়েছে অসাধারণ এক টান। একদম অন্য রকম। ফুল যত পুরোনো হয়, তার সৌরভ ঠিক ততটাই যেন পাখা মেলে। বসন্তকালে বেশি ফুটলেও ক্যানাঙ্গা সারা বছরের ফুল। সুগন্ধি শিল্পের জন্য হাওয়াইয়ে এর ব্যাপক চাষ হয়। 

মূল লেখা- ফারুখ আহমেদ 

:) :) @}-;-'-;-'-;------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি