ধুতরা

ফুলের নাম- ধুতরা, ডেভিল’স ট্রাম্পিট বৈজ্ঞানিক নাম- Datura metel পরিবার- Solanaceae উষ্ণমন্ডলীয় দেশগুলোর বুনো গাছ। একসময় বাংলাদেশেও অনেক দেখা যেত। এখন কম দেখা গেলেও টিকে আছে। নরম ডালপালাবিশিষ্ট গাছ, প্রায় ৩ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। পাতা বড়, ডিম্বাকার, কালচে। পাতার কক্ষে একেকটি ফুল, ১২-১৫ সেমি লম্বা, বাইরে বেগুনি ভিতরে সাদা, কিংবা সম্পূর্ণ সাদা ফুল, সিঙ্গেল বা ডাবল, সুগন্ধি। ফল গোল, কাটাভরা, বিদারী। অসংখ্য বাদামি বীজ থাকে ফলের ভিতর এবং বীজ থেকেই নতুন চারা গজায়। সমস্ত অংশই বিষাক্ত। এতে আছে বিপজ্জনক মাত্রার tropane alkaloids নামক বিষ। এই গাছের বিষক্রিয়ায় মানুষ বা পশুপাখির মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণে অনেক দেশেই ধুতুরার উৎপাদন, বিপনন ও বহন আইনত নিষিদ্ধ। আবার চৈনিক ভেষজ চিকিৎসা শাস্ত্রে বর্ণিত পঞ্চাশটি প্রধান উদ্ভিদের একটি এই ধুতুরা। তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা~দ্বিজেন শর্মা ছবি- নেট