বাসক
“আলোকলতার পাশে গন্ধ ঢালে
দ্রোণ ফুল বাসকের গায়;
তবুও সেখানে আমি নিয়ে যাবো
একদিন পাটকিলে ঘোড়া,
যার রুপ জন্মে-জন্মে কাঁদায়েছে
আমি তারে খুঁজিব সেথায়।“
~জীবনানন্দ দাশ
ফুলের নাম- বাসক
বৈজ্ঞানিক নাম- Justicia adhatoda
পরিবার- Acanthaceae
অন্যান্য নাম- আড়ুসা, বাসা, বাকস রুজা, আদুলসা, সংস্কৃতে বৃষ, ইংরেজিতে Malabar Nut, Adhatoda প্রভৃতি।
বাড়ির বেড়ার ধারে, উঠোনের কোণায় বা ঝোপঝাড়ে যে ভেষজটি সহজে জন্মে তার নাম বাসক। বাসক গাছ প্রায় ৫-৬ ফুট উঁচু হয়। ভালো ও উর্বর পরিবেশ পেলে আরো বড় হয়। গ্রীষ্মকালে সাদা ফুল হয়। ফুলগুলো কিন্তু খুব সুন্দর। বাসক গাছ বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই পাওয়া যায়।
বাসক পাতার চাহিদা প্রচুর। রাস্তার পাশে বা পরিত্যাক্ত জমিতে বাসক চাষ লাভজনক ব্যবসা। বাসকের মূল, ছাল, পাতা অত্যন্ত উপকারী। কিন্তু বাসক পাতা ভারী তেতো। এমনকি মিছরি যোগ করলেও তিক্ততা কমে না। শ্বসনতন্ত্রের রোগ, ক্রিমি, বিভিন্ন প্রকার চর্মরোগে বাসক উপকারী ভেষজ।
তথ্যসূত্র- গাছপালা তরুলতা
ছবি- নেট
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন