কারনেশন

ফুলের নাম- কারনেশন 

বৈজ্ঞানিক নাম- Dianthus caryophyllus 
পরিবার- Caryophyllaceae 

স্পেন, মোনাকো, শ্লোভেনিয়ার জাতীয় ফুল কারনেশন। কারনেশনের আদি নিবাস সম্পর্কে জানা যায় নি। ধারণা করা হয়, ২০০০ বছর যাবৎ বানিজ্যিকভাবে এর চাষ করা হচ্ছে। উন্নত কাট-ফ্লাওয়ার উৎপাদনের লক্ষ্যে সাধারণত গ্রিনহাউস বা পলিশেডে কারনেশন চাষ করার জন্য উৎসাহ দেয়া হয়। উজ্জ্বল সূর্যালোক গাছের বৃদ্ধি ও অতিরিক্ত ফুল উৎপাদনে সাহায্য করে। 


টবে রোপণ পদ্ধতি : ৮-১০ ইঞ্চি আকারের টবে সারা বছর কারনেশন ফুল উৎপাদন করা যায়। টবের নিচে ইটভাঙা ২ ইঞ্চি পুরু করে দিয়ে গোবর ও রাসায়নিক সার মিশ্রিত মাটি ভর্তি করে পানি দিয়ে রেখে দিতে হবে। ৭ দিন পর টিস্যু কালচারের হার্ডেনিং করা চারা লাগাতে হবে। গাছ ৬-৭ ইঞ্চি লম্বা হলে গাছের আগা কেটে দিলে অনেক শাখা বের হবে। পরে গাছগুলো বড় হতে থাকলে একসঙ্গে খুঁটি দিয়ে বেঁধে সোজা করে রাখতে হবে এবং নিয়মিত পানি দিতে হবে। 

পানি সেচ : নিয়মিত পানি সেচ দিতে হবে। গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। মাঝে-মধ্যে মাটি শুকনো এবং মালচিং করে দিতে হবে। 

রোগবালাই : মাটিবাহিত রোগের জন্য চারা লাগানোর আগে মাটি শোধন করে নিলে ভালো হয়। গোড়া পচা, উইলটিং, পাউডারি মিলডিউ, পাতা ও ফুলে দাগ পড়া এবং বস্নাইট রোগ দেখা দিতে পারে। নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করে রোগ দমন করতে হবে। 

কীটপতঙ্গ : জাবপোকা, মাইট, থ্রিপ পতঙ্গ কারনেশন আক্রমণ করে। কীটনাশক স্প্রে করে এসব দমন করতে হবে। 

ফুল উত্তোলন : সকালবেলা ফুল সংগ্রহ করতে হবে। পূর্ণ বিকশিত হওয়ার আগেই ফুল সংগ্রহ করা প্রয়োজন। কাটার সময় ডাল যথাসম্ভব লম্বা রাখতে হবে। যত্ন করলে ২-৩ বছর পর্যন্ত একই গাছ থেকে ফুল সংগ্রহ করা যায়।

তথ্যসূত্র- দৈনিক যায় যায় দিন 
ছবি- নেট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি