সিলভারলিফ


ফুলের বাংলা নাম নেই ইংরেজিতে- Texas Ranger, Texas Rain Sage, Cenizo,Texas Silverleaf, Ash-bush, Wild Lilac, Purple Sage, Senisa, Cenicilla, Palo Cenizo, Hierba del Cenizo. নামে ডাকা হয়। 

বৈজ্ঞানিক নাম- Leucophyllum frutescens 
পরিবার- Scrophulariaceae 

বাগানের সৌন্দর্যবৃদ্ধিকারক গাছ। গরম ও খড়াসহিষ্ণু, তেমন যত্ন-আত্নি ছাড়াই বাঁচে। পাতাগুলো রুপালি আভাযুক্ত। গাছ ছেঁটে নিজের পছন্দমতো করে রাখা যায়। ফুল ছাড়া ঝোপালো গাছ দেখতে সুন্দর আর ঘন্টা বা ফানেলাকৃতির বেগুনি রঙের ফুল গাছের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। 

এছাড়া Theona Checkerspot (Chlosyne theona) এবং Calleta Silkmoth (Eupackardia calleta) প্রজাপতির পছন্দের গাছ। 


ছবি- নেট 

:) :) @}-;-‘-;-‘-;---------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি