নীল গোলাপ
ফুলের নাম- নীল গোলাপ
বৈজ্ঞানিক নাম- নেই
গণ- Rosa
পরিবার- Rosaceae
গল্প-সাহিত্যে নীল গোলাপের জন্ম, বাস্তবে কোনো গোলাপ গাছেই নীল গোলাপ ফোঁটে না। কবি-সাহিত্যিকদের ভাষায় নীল গোলাপ হচ্ছে “symbol of love and prosperity to those who seek it”। কিন্তু বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই তাকে নিয়ে এতো মাতামাতি!!! তাই বাধ্য হয়ে ২০০৪ সাল থেকে বৈজ্ঞানিকরা খুজতে থাকলেন নীল গোলাপ সৃষ্টির উপায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফুলে নীল রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ ব্যবহার করে চলতে থাকে গবেষণা। নতুন উদ্ভাবিত ফুলের নাম দেন ব্লু মুন। কিন্তু কোথায় সেই বহু প্রত্যাশিত নীল গোলাপ!? এই ফুলের রঙ যে লাইলাক(লালচে বেগুনি)!! চলতে থাকে গবেষণা। ২০০৮ সালে তারা আবার ঘোষণা করলেন এখন থেকে গাছেই ফুঁটবে নীল গোলাপ। জাপানি কোম্পানি সানতোরি লিমিটেড এই গবেষণার মূল উদ্যোক্তা, তাই এই নীল গোলাপের স্বত্ত্ব তাদেরই। তাদের হিসেবে প্রতিটি নীল গোলাপের দাম পড়বে ২০০০-৩০০০ ইয়েন বা ২২-৩৫ ইউএস ডলার। তারপরেও ফুলের রঙ নিয়ে আপনি সন্তুষ্ট হবেন কিনা তা প্রশ্ন থেকে যায়। কারণ এতো দামী ফুলটাও কিন্তু খাটি নীল রঙের নয়। তাই এবার খাঁটি নীল গোলাপ তৈরির একমাত্র ভরসা “ফ্লাওয়ার ডায়িং/ফুলে রঙ করা”। ফুলে রঙ করার বিভিন্ন ধরণের নিয়ম থাকলেও বর্তমানে বাণিজ্যিকভাবে অ্যাবসরপশন ডায়িং পদ্ধতিতে নীল গোলাপ উৎপাদন সারাবিশ্বে বেশ জনপ্রিয়। ফুলে রঙ করার পদ্ধতি শিখে আপনি নিজেই ফুলকে সাজাতে পারেন আপনার পছন্দের রঙে।
:) :) @}-;-'-;-'-;------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন