রাজজুই


ফুলের নাম- রাজজুঁই 
বৈজ্ঞানিক নাম- Jasminum nitidum(Syn. Jasminum magnificum, Jasminum ilicifolium) 
পরিবার- Oleaceae 
অন্যান্য নাম- রাজ চামেলি(হিন্দি), ইংরেজিতে এঞ্জেলউইং জেসমিন, রয়েল জেসমিন, শাইনিং জেসমিন, স্টার জেসমিন, ওয়াইন্ডমিল জেসমিন উল্লেখযোগ্য। 

আদিনিবাস দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের পাপুয়া নিউগিনি ও এর উপ-দ্বীপগুলোয়। রাজজুঁই চিরসবুজ বা আধাসবুজ লতা বা গুল্মজাতীয় উদ্ভিদ। পাতা উজ্জ্বল সবুজ, উপবৃত্তাকার। লতান গাছ খুব দ্রুত বাড়ে, প্রায় ২০-২৫ ফুট লম্বা হয়ে যায়। আর গুল্মজাতীয় রাজজুঁই গাছ ২-৪ ফুট লম্বা হয়। চমৎকার মিষ্টি সুগন্ধযুক্ত শুভ্র সাদা রঙ্গা নয় পাপড়ির ফুল, বেগুনি বা হালকা রক্তবর্ণের কুঁড়ি। শেষ বসন্তের ফুল রাজজুঁই গাছে থাকে গ্রীষ্মকালজুড়ে। ফুল ফোটে রাতের বেলায়। একটি গাছ আছে বলধা গার্ডেনের সাইকি ভাগের জলপাই আর রাজঅশোকের সামনে। আর কোনো পার্কে এখনো দেখা মিলেনি। 

তথ্যসূত্র- জুঁই নামের আরেক ফুল(লেখা- ফারুখ আহমেদ, দৈনিক সমকাল, ১৫ অক্টোবর ২০১৪) 
ছবি-নেট

 :) :) @}-;-'-;-'-;------

মন্তব্যসমূহ

  1. Great post! I am actually getting ready to across this information, is very helpful my friend. . ফুলের ছবি ডাউনলোড করুন ২০২২ সালের সেরা ....

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি