রক্তরাগ



ফুলের নাম- রক্তরাগ, স্কারলেট কর্ডিয়া 
বৈজ্ঞানিক নাম- Cordia sebestena 
পরিবার- Boraginaceae 
অন্যান্য নাম- siricote/kopté (Mayan), Geiger Tree, scarlet cordia 

আদি আবাস কিউবা ও পেরু, জন্মে বাংলাদেশসহ উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে। আঠার শতকে ওলন্দাজরা এ গাছ ভারতে নিয়ে আসে। গাছ ছোটখাটো, ৫ থেকে ৮ মিটার উঁচু, চিরসবুজ, কখনো গুল্ম আকারের। পাতা একক, ১০ থেকে ১৮ সেমি লম্বা, ডিম্বাকার বা উপবৃত্তাকার। ডালের আগায় গুচ্ছবদ্ধ ফুল ফোটে প্রায় সারা বছর, তবে শীত থেকে বসন্তেই বেশি দেখা যায়। ফুল ৩ থেকে ৫ সেমি লম্বা, পাপড়ি সংখ্যা ৬। ফল ডিম্বাকার, শাঁসাল, প্রায় ৪ সেমি লম্বা, বৃতিযুক্ত। বীজ আঠাল শাঁসে জড়ানো। শুষ্ক অঞ্চলে ভালো বাড়ে। বীজ, কলম ও দাবাকলমে চাষ। যতদূর জানা যায় একজন অভিজ্ঞ নিসর্গীর হাতেই ঢাকায় প্রথম বীজ থেকে চারা তৈরি করে দুটি গাছ ঢাকার শাহবাগ এলাকায় ঢাকা ক্লাব লাগোয়া টেনিস কমপ্লেক্স চত্বরে লাগানো হয়। তাও অনেক বছর আগের কথা। সেখানেই তিনটি গাছ আছে। আরেকটি গাছ অপেক্ষাকৃত ছোট, অনেক পরে লাগানো। ড. নওয়াজেশ আহমদ 'মহাবনস্পতির পদাবলী' গ্রন্থে 'অনাপ্য বৃক্ষ-সন্ধান' শিরোনামের লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পাশে একটি শতবর্ষী স্কারলেট কর্ডিয়ার সন্ধান দিয়েছেন। গাছটি দোয়েল চত্বরের পশ্চিমে ঢাকা বিশ্ববিদ্যলয়ের বিজ্ঞান গ্রন্থাগারের পেছনে, রমনা পার্ক ও বলধা গার্ডেনসহ অনেকের ব্যক্তিগত বাগানেও এই গাছ দেখা যায়। 

মূললেখা- মোকারম হোসেন(ফুলের নাম স্কারলেট কর্ডিয়া, দৈনিক সমকাল, ১৮ সেপ্টেম্বর ২০১৩)


 :) :) @}-;-‘-;-‘-;---------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি