বাঘনখ
ফুলের নাম- বাঘনখ
বৈজ্ঞানিক নাম- Martynia annua(Syn. Martynia diandra)
পরিবার- Martyniaceae
অন্যান্য নাম- ইংরেজিতে Devil's Claws, Tiger's Claw, Cat's claw; হিন্দিতে উলট-কাঁটা, বাঘনখ, हाथाजोड़ी Hatha-jori প্রভৃতি উল্লেখযোগ্য।
Martynia গণের একটিমাত্র প্রজাতি Martynia annua(Syn. Martynia diandra)। গণের নাম Martynia রাখা হয়েছে ক্যামব্রিজের বোট্যানি গবেষক জন মার্টিন এর সম্মানার্থে।
মেক্সিকোর প্রজাতি। সাধারণত ২ মিটার পর্যন্ত উঁচু হয় এই গাছগুলো। গাছের পাতা ৬-১৫ সেমি চওড়া, উভয়পৃষ্ট রোমশ, পাতার ডাঁটা ৯-১৪ সেমি লম্বা। ফুল ঘন্টার মতো, সাদা আর রক্তবেগুনি বর্ণে সাজানো। ফুল থেকে সৃষ্ট pod শুরুতে সবুজ এবং পরে কালো বর্ণধারণ করে। এই seed pod গুলোই মূলত বাঘের নখের সাথে তুলনা করে এরুপ নামকরণ করা হয়েছে।
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন