ছাতিম

ফুলের নামঃ ছাতিম বৈজ্ঞানিক নামঃ Alstonia scholaris পরিবারঃ Apocynaceae শরৎ-হেমন্ত কালে ছোট ছোট সবুজাভ থোকা থোকা সুগন্ধী নিয়ে ছাতিম ফুল আসে প্রকৃতিতে। চির সবুজ এই বৃক্ষ বাংলাদেশের সব জায়গাতেই দেখা যায়। এর আদি নিবাস ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ক্রান্তীয় অঞ্চলের এই গাছটি বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের সর্বত্র জন্মে। আর্দ্র, কর্দমাক্ত, জলসিক্ত স্থানে ছাতিম বেশী জন্মে। ছাতিম মূলাবর্তে সাতটি পাতা এক সঙ্গে থাকে বলে সংস্কৃতে এবং হিন্দিতে একে 'সপ্তপর্ণ' বা 'সপ্তপর্ণা' নামে ডাকা হয়। তথ্যসূত্র ও ছবি- নেট