সোনাঝুরিলতা
ফুলের নাম- সোনাঝুরিলতা
বৈজ্ঞানিক নাম-Pyrostegia venusta
পরিবার-Bignoniaceae
অন্যান্য নাম- Flame Vine, Golden Shower, Orange Trumpet Creeper
ব্রাজিলের প্রজাতি, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। নমনীয়, পত্রমোচী, ঝুলন্ত শাখাবহুল লম্বা লতা। শীত ও বসন্তে ফুল ফোটে। নিষ্পত্র লতার ঝাড় তখন সোনালী ফুলে ভরে যায়। ঢাকায় হাতেগোনা কয়েকটি স্থানে চোখে পড়ে। রমনা পার্ক, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান, ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণ ও বলধা গার্ডেনে কয়েকটি গাছ আছে। তবে কারও কারও ব্যক্তিগত সংগ্রহেও দু-একটি গাছ দেখা যায়।
ফুলটির উজ্জ্বল লালচে কমলা রঙ অনেক দূর থেকেই আমাদের নজর কাড়ে। প্রস্ফুটনকাল শীত-বসন্ত হলেও আমাদের দেশে শীতের প্রারম্ভেই ফুল ফোটে এবং এ শোভা দীর্ঘস্থায়ী। বসন্তে ফুটলেও তা বিক্ষিপ্ত। গাছ একটানা প্রায় ৭৫ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। যৌগপত্র ১-পক্ষল, জোড়পক্ষ, ওপর মসৃণ, ৪ থেকে ৭ সেমি লম্বা, শীর্ষ পত্রিকা শাখায়িত এবং আকষীতে রূপান্তরিত। ঝুলন্ত মঞ্জরির ফুলগুলো নলাকার, প্রায় ৫ সেমি লম্বা, কিছুটা বাঁকা, মুখ বিভক্ত, গন্ধ নেই। ফুল ফোটা শেষ হলে শুকনো ডালপালা ও ডাঁটা ছেঁটে ফেলা ভালো। বংশবৃদ্ধি দাবাকলমে। জন্মস্থান ক্রান্তীয় আমেরিকা।
ছবি- নেট
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন