ডেজার্ট ক্যাসিয়া


ফুলের নাম- Desert cassia 
বৈজ্ঞানিক নাম- Senna polyphylla(Synonym:Cassia polyphylla) 
পরিবার- Caesalpiniaceae 

Puerto Rico, ভার্জিন আইল্যান্ড, বাহামার প্রজাতি। হাতিরঝিলের সৌন্দর্যবর্ধণে লাগানো হয়েছে। ছোট্ট গাছ ঝরণার মতো চারিদিকে ডালপালা ছড়িয়ে দাঁড়ানো থাকে। সারাবছরই কমবেশি ফুল থাকে। হলুদ রঙের ফুল দেখতে অন্যান্য ক্যাসিয়ার মতো, ডালের চারপাশে বৃত্তাকারে ফুল ফুটে থাকে। গাছ ৬-৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। গাছগুলো খড়া সহনশীল। 

ছবি- নেট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি