চামেলি

ফুলের নাম- চামেলি, জাতি 
বৈজ্ঞানিক নাম- Jasminum grandiflorum 
অন্যান্য নাম- Spanish jasmine, Royal jasmine, Catalonian jasmine এ

কটি অদৃশ্য জনপ্রিয় ফুল। খুব কম লোকই এর দেখা পেয়েছে। নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া চামেলি খুঁজে খুঁজে হতাশ হয়েছিলেন। দেখা পেয়ে তাই লিখলেন, ‘চামেলির কাছে পরাজয়ে লজ্জা নেই’। রাজধানী ঢাকায় কয়েকটি চামেলি গাছ রয়েছে। একটি রমনার কালী মন্দিরে। অন্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান উদ্যানে, বলধা বাগানে বহু আগে একটি চামেলি গাছ ছিল। সে গাছটি এখন আর নেই। তবে সেখানে নতুন একটি চামেলি গাছ লাগানো হয়েছে, সাইকিভাগে, কনকসুধার ঠিক পাশে। চামেলী হাউসেও (বর্তমানে সিরডাপ মিলনায়তন) একসময় চামেলি গাছ ছিল, এখন আর নেই। বৃক্ষমেলা আর নার্সারীতে খোঁজ করে চারা সংগ্রহ করতে পারেন। 

হালকা গড়নের চিরসবুজ লতা। উপ-উষ্ণমন্ডলীয় হিমালয়ের প্রজাতি। বিজোড়পক্ষ যৌগপত্রে ৭-১১ টি পত্রিকা, শীর্ষপত্রিকা বৃহত্তম। গ্রীষ্মে ফুল, ডালের আগায় মঞ্জুরীতে কয়েকটি, সাদা ও সুগন্ধি। আকারে জুইয়ের চেয়ে বড়। দলনল ২ সেমি লম্বা, পাপড়ি ৫। ছেটে ঝোপ বানানো যায়। 

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা ও দৈনিক সমকাল (http://www.samakal.net/2014/02/19/40707) 

ছবি- নেট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই