শোনা

ফুলের নাম- শোনা, শোনাক, কানাইডিঙ্গা 
বৈজ্ঞানিক নাম- Oroxylum indicum 
পরিবার- Bignoniaceae 
অন্যান্য নাম- শুকনাশ,কটম্ভর, প্রিয়জীব, দীর্ঘবৃন্তক, পীতপাদপ, Broken bones plant, Indian calosanthes, Indian Trumpet, Indian trumpet flower, midnight horror, oroxylum, tree of Damocles ইত্যাদি নামেও পরিচিত। 

Bignoniaceae গোত্রের Oroxylum গণের বৃক্ষ জাতীয় উদ্ভিদ। আমাদের উপমহাদেশের গাছ তবে সহজে এর দেখা মিলে না। ঢাকা শহরের কোনো কোনো বাড়ির আঙ্গিনায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর পিছনে একটি গাছ আছে। গাছের উচ্চতা ২০-৩০ ফুট। ফুলের দেখা যদি কেউ পেয়ে যান শখ করে বাসায় রাতে রাখার মতো ভুল করবেন না যেন। ফুলের আরেক নাম- Midnight horror. রাতে বাদুড়ের মাধ্যমে ফুলের পরাগায়ন ঘটে, পরাগায়নের সময় ফুল থেকে বাঁজে গন্ধ বেরোয়। তবে গাছটির বীজ ও মূলের ছাল ঔষধিগুণসম্পন্ন। আমাশয় ও পিত্তরোগে উপকারী। ছাল বলকারক ও পরিপাক শক্তি বৃদ্ধিকারক। 

ছবি- নেট 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি