অরনামেন্টাল ওকরা

ফুলের নাম- Ornamental okra 
বৈজ্ঞানিক নাম- Abelmoschus moschatus subsp. tuberosus 
পরিবার- Malvaceae (Mallow family) 
অন্যান্য নাম- Pink Swamp Mallow, Creeping Pink Swamp Hibiscus, Musk Mallow, Native Rosella 

বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ-পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়ার প্রজাতি। বাগানের সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয়। বাংলা নাম নেই। এই গাছটি লতাকশ্তুরী( Abelmoschus moschatus) গাছের উপ-প্রজাতি(Sub-species) এবং আমাদের অতিপরিচিত ঢেড়স গাছের আত্মীয়। নরম রোমশকান্ডযুক্ত এই গাছ প্রায় ২ মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা সাধারণত ৪-১০*৪-৮.৫ সেমি, অমসৃণ, রোমযুক্ত, ৩-৫টি খন্ডে বিভক্ত, পাতার কিনার ক্রকচ। 

অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ফুল ফোটে, তবে বৃষ্টিপাতের সাথে গাছের সম্পর্ক আছে। গাছের মূল টিউবার জাতীয়, শুষ্ক মৌসুমে গাছ শুকিয়ে যায় এবং প্রথম বৃষ্টিপাতে টিউবার থেকে বেরিয়ে আসে নতুন পাতা। ফুল দেখেই বোঝা যায় যে এটি জবা ফুলের ঘনিষ্ট প্রজাতি। ফুলের রঙ ওয়াটারমেলন পিঙ্ক, সাদা বা ক্রিম কালার হতে দেখা যায়। ফুল থেকে যে ফল হয় তার ভেতর থাকে কালো রঙের বীজ। এই বীজ থেকে জন্ম নেয় নতুন চারা।

ছবি- নেট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি