রামসর ফুল


ফুলের নাম- রামসর, মালী, হাপরমালী 
বৈজ্ঞানিক নাম- Vallaris solanacea(Synonyms: Peltanthera solanacea, Vallaris heynei) 
পরিবার- Apocynaceae (Oleander family) 

ইন্দো-মালয়ী প্রজাতি। সিলেটে একসময় অনেক দেখা যেত। দেয়ালে কিংবা কোনো গাছকে আঁকড়ে ধরে উপরে উঠে গেছে। ঢাকায় তেমন দেখা যায় না। একটি গাছ শিশু একাডেমীর বাগানে আছে। এর বাইরে এ ফুলটি এখন আর দেখা যায় না। নমনীয় চিরসবুজ লতান গাছ, গোড়ার ডালপালা মাটিতে গড়িয়ে বড় ঝোপ গড়ে তোলে। পাতা উজ্জ্বল সবুজ, ৫-৮*৩ সেমি, আগা চোখা, বিন্যাস বিপরীত, ছিঁড়লে কষ বের হয়। বসন্তে পাতার মধ্যে ৩-৬ টি ফুলের ছোট ছোট থোকা, সাদা, সুগন্ধি। ৫টি গোল পাপড়ি, ১.৫ সেমি চওড়া। ফুলের মতোই সুগন্ধযুক্ত এর পাতা। সে জন্যই মালয় বিয়ের সাজসজ্জার বিভিন্ন আয়োজনে হাপরমালির পাতার ব্যাপক ব্যবহার লক্ষণীয়। 

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা 

ছবি- নেট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি