স্ট্রোফ্যানথাস

ফুলের নাম- স্ট্রোফ্যানথাস, Climbing Oleander, Rose Allamanda 
বৈজ্ঞানিক নাম- Strophanthus gratus 
পরিবার- Apocynaceae 

পশ্চিম-মধ্য আফ্রিকার উষ্ণ অঞ্চলে এর আদি বাস (সিয়েরা লিওন)।আরোহী গুল্ম ১০-১৫ ফুট উঁচু হতে পারে। পাতা সরল ও বিপরীত, ডিম্বাকার ও আয়ত। পুষ্পবিন্যাস ডালের আগায়। একসঙ্গে বেশ কিছু ফুলের গুচ্ছ। হাল্কা গোলাপি বেগুনি ফুল বেশ আকর্ষণীয় ও সুগন্ধি। অনেকটা ঘণ্টাকৃতি। পাপড়ি পাঁচটা। ফল ফলিকুল ও লম্বাকৃত। বীজ খয়েরি ভেতরে সাদা শাঁস। এর বীজে আছে রাসায়নিক Oubain। এই পদার্থ (স্বল্প পরিমাণ) হূদরোগে উদ্দীপক। তবে ভীষণ বিষাক্ত। তাই ভেষজ ওষুধ হিসেবে এর ব্যবহার নিষিদ্ধ। তবে শোধন বা পরিশুদ্ধ করে এর ব্যবহার চলতে পারে। 

ছবি- নেট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি