শ্রিম্প ফ্লাওয়ার

ফুলের নাম- শ্রিম্প ফ্লাওয়ার বৈজ্ঞানিক নাম- Justicia brandegeana পরিবার- Acanthaceae অন্যান্য নাম- Mexican shrimp plant, shrimp plant, false hop মেক্সিকো ও ফ্লোরিডার প্রজাতি। সাধারণত ১ মিটার পর্যন্ত উচু হয় এই গাছগুলো। ডিম্বাকার, সবুজ পাতা, ৩-৭.৫ সেমি লম্বা। বাসক ফুলের মতো সাদা ফুল লাল ব্রাক্টের ভিতর থেকে বেরোয়। অনেকগুলো লাল ব্রাক্ট এমনভাবে থাকে যা দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো তাই গাছের নাম- শ্রিম্প প্ল্যান্ট। হলুদ রঙের ব্রাক্টযুক্ত গাছ ও আছে। ছবি- নেট :) :) @}-;-'-;-'-;---------