ইকেবানা
“পুষ্প আপনার জন্য ফোটে না” মনে আছে ছোটোবেলায় পড়া সেই ভাবসম্প্রসারণ!? ফুল শুধু গাছে ফুটেই আমাদের খুশি করে না কখনো সে ফুলদানিতে, কখনো খোপায় অথবা ঘরসাজাতে বা অন্য কোনো শিল্প-চর্চায়, প্রসাধনী কিংবা খাবার বা ঔষধ কোথায় নেই ফুলের আনাগোনা!? ফুল দিয়ে করা হয় এমন এক শিল্পকর্মের নাম ইকেবানা।
জাপানে ফুল গুছিয়ে রাখার জনপ্রিয় এক পদ্ধতি ইকেবানা। ইকেবানা শব্দটি এসেছে জাপানি ikeru (生ける) যার অর্থ "keep alive, arrange flowers, living" এবং hana (花?, "flower") থেকে। এককথায় বলা যায়, ফুল বাচিয়ে রাখার বা ফুল দিয়ে করা ভিন্নধর্মী এক শিল্পকর্মের নাম ইকেবানা।
ইকেবানার সঠিক ইতিহাস খুব একটা পাওয়া যায় নি। উইকিপিডিয়া বলছে, পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ইকেবানা তৈরি ও চর্চা শুরু হয় বৌদ্ধ ভিক্ষুদের মাধ্যমে। সময়ের পরিবর্তনের সাথে সাথে ইকেবানারও গঠন-শৈলীতে এসেছে বৈচিত্র্য, বদলেছে নিয়ম-নীতি, আর জাপানি সংস্কৃতির অংশ জনপ্রিয়তা পেয়েছে বিশ্বের অন্যান্য দেশে। জাপানে ইকেবানা শেখানোর জন্য অনেক স্কুল রয়েছে। এছাড়া টিভিতেও ইকেবানা শেখানোর বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়।সবচেয়ে পুরানো প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি আছে “ইকেবানা ইন্টারন্যাশনাল” এর, যাত্রা শুরু হয়েছিল ১৯৫৬ সালে।
ইকেবানার কাজে ফুলের পাশাপাশি গাছের ডাল, পাতা ও অন্যান্য অংশও কাজে লাগে। প্রয়োজনীয় জিনিসপত্রের বাছাইয়ে সতর্ক হতে হয় কারণ ওগুলো আপনার শিল্পমত্তার পরিচয় দিবে।
বাংলাদেশে ইকেবানা নিয়ে কাজ করছে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন(বিআইএ)। তাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন ইকেবানা শেখানোর স্কুলে আর আপনিও শিখে নিতে পারেন ফুল সাজানোর এই নিয়ম।
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন