সিনেরারিয়া
ফুলের নাম- সিনেরারিয়া
বৈজ্ঞানিক নাম- Pericallis × hybrida
পরিবার- Asteraceae
শীত ও বসন্তের বাগানে নতুন অতিথি সিনেরারিয়া। আদি নিবাস ক্যানারি আইল্যান্ড। ১৭৭৭ সালের কথা, ব্রিটিশ রয়েল গার্ডেনে Pericallis cruenta এবং P. lanata প্রজাতি থেকে একটি নতুন হাইব্রিড জাত তৈরি করা হল, যা তখনকার সময়ে Cineraria*hybrida নামে পরিচয় করানো হলো। পরবর্তীতে, উদ্ভিদবিজ্ঞানীরা এই গাছকে Pericallis গণের অন্তর্ভুক্ত করলেন।
গাছগুলো ১-৩ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। লম্বা ডাঁটার মাথায় থোঁকায় থোঁকায় ফুল ফোঁটে। নানান রঙের- বেগুনি, সাদা, নীলচে বেগুনি, বেগুনি আর সাদা, নীলচে বেগুনি আর সাদা দিয়ে সাজানো বাহারী ফুল, দারুন সব রঙ! সুন্দর ফুল! নার্সারী থেকে পছন্দের রঙের ফুল গাছ সংগ্রহ করতে পারেন।
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;-----
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন