Wooly congea

ফুলের নাম- Wooly Congea, Wooly Shower Orchid, Shower of Orchids 

বৈজ্ঞানিক নাম- Congea tomentosa 
পরিবার- Lamiaceae 

বাংলা নাম পাওয়া যায়নি। ভারতীয় প্রজাতি। কাষ্ঠলতা, বড় ঝাড়। কচি কান্ড বাদামি ও রোমশ। পাতা ডিম্বাকার বা ডিম্ব-আয়তাকার, অখন্ড, দুপাশই রোমশ, নিচ বেশি, বিন্যাস বিপ্রতীপ। শীত ও বসন্তে ফুল। ডালের আগায় মঞ্জরীতে ফুলের গোড়ার কোমল রোমশ ব্র্যাক্টের জন্যই লতাটি আকর্ষী। এই ব্র্যাক্ট রঙ বদলায়, প্রথমে হালকা গোলাপী, পরে ল্যাভেন্ডার ও সবশেষে ধূসর বর্ণের হয়। কলম ও দাবাকলমে চাষ। বছরে অন্তত একবার ছাঁটা ভাল। 

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
 ছবি- নেট 


:) :) @}-;-'-;-'-;------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি