মান্ডেভিলা


ফুলের নাম- মান্ডেভিলা, rocktrumpet 
বৈজ্ঞানিক নাম- Mandevilla spp. 
পরিবার- Apocynaceae 

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের প্রজাতি। বাগান সাজাতে বিশ্বের অনেক দেশেই এই গাছ লাগানো হয়। দেশি নার্সারীগুলোতেও এখন পাওয়া যায়। ফুল দেখতে অনেকটা অলকানন্দা বা অ্যাল্লামান্ডার মতো হলেও এরা কখনই অলকানন্দা নয়। অলকানন্দা আর মান্ডেভিলা একই পরিবারের গাছ, তাই ফুল ও গাছে অনেক মিল আছে ঠিক আবার অনেক পার্থক্যও আছে। মান্ডেভিলা গণের নামকরণ Henry Mandeville(1773-1861) এর নামানুসারে করা হয়েছে। 

এই গাছগুলো কাষ্ঠল-লতাজাতীয়, অবলম্বন ঘিরে বাড়ে। পাতা গাঢ়-সবুজ, ২০সেমি*৭-১০সেমি। নানান রঙের ফুল- সাদা, গোলাপি, লাল; সিঙ্গেল বা ডাবল। বেশ কিছু হাইব্রিড জাত আছে। খুব একটা যত্ন করতে হয় না। গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলোতে ভালো জন্মে। গ্রীষ্মে গাছ ভরে ফুল আসে, এছাড়া সারাবছরই গাছে কম-বেশি ফুল ফোঁটে। 

ছবি- নেট

 :) :) @}-;-'-;-'-;-------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি