শ্বেত শিমুল
ফুলের নাম- শ্বেত শিমুল
বৈজ্ঞানিক নাম- Ceiba pentandra(Syn. Bombax pentadru)
পরিবার- Malvaceae
উপ-পরিবার- Bombacoideae
অন্যান্য নাম- White silk cotton tree, Kapok, Ceiba, Safed shimul(hindi)
রেইনফরেস্টের প্রকান্ড গাছ (Giant tree of rainforest) শ্বেত শিমুল এর আদি নিবাস মেক্সিকো, মধ্য-আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল, দক্ষিণ আমেরিকার উত্তরাংশ থেকে পশ্চিম আফ্রিকার উষ্ণপ্রধান অঞ্চল। গাছটি প্রায় ২৩০ ফুট লম্বা হতে পারে এবং মাটিতে ঠেস দেয়া কান্ডের ব্যাস প্রায় ১০ ফুট পর্যন্ত হতে পারে।
প্রাকৃতিকভাবে আমাদের দেশে খুব বেশি দেখা না গেলেও বিভিন্ন পার্ক বা উদ্যানে শ্বেত শিমুল গাছের দেখা পাবেন। বসন্তে শ্বেত শিমুল গাছে ফুল ফোটে। ফুল খুব ছোট, সাদা রঙের এবং এরা গাছের পাতার সাথে এমনভাবে মিশে থাকে যে দূর থেকে ফুল দেখার কোনো উপায় নেই। গাছের নিচে গেলে দেখতে পাবেন ঝরা ফুলের মেলা।
শ্বেত শিমুল গাছে ৫-৯টি পত্রিকা নিয়ে করতলাকার বিন্যাসে পাতা থাকে, যা ৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। প্রায় ৬ ইঞ্চি লম্বা ফলের ভেতর তুলায় জড়ানো বীজ থাকে। এই তুলার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশে বাণিজ্যিকভাবে শ্বেত শিমুল গাছ লাগানো হয়। তাই এই গাছকে java cotton, java kapok, silk-cotton, samauma নামেও ডাকা হয়। বীজের তেলের আয়োডিন ভ্যালু ৮০-১০০।
ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে বীজের তেল উৎপাদন করা হয়। বায়োফুয়েল আর রঙ প্রক্রিয়াজাতকরণে তেল কাজে লাগে। গাছের বাকল ভেষজ ঔষধে কাজে লাগে। আর মায়ান মিথ অনুযায়ী, শ্বেত শিমুল তাদের পবিত্র বৃক্ষ। গুয়াতেমালা ও পোর্টো রিকোর জাতীয় বৃক্ষও শ্বেত শিমুল।
:) :) @}-;-‘-;-‘-;---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন