গড়সিঙ্গা

ফুলের নাম- গড়শিঙ্গা, Mangrove trumpet tree 
বৈজ্ঞানিক নাম- Dolichandrone spathacea 
পরিবার- Bignoniaceae 

সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রজাতি। লম্বাটে ১৫-২০মি উঁচু পত্রমোচী গাছ। ৩০সেমি লম্বা যৌগপত্র বিজোড়পক্ষ, পত্রিকা ৭-৯টি আয়তাকার, চোখা, ৫-৮ সেমি লম্বা। বসন্তে পাতা ঝরে আর গ্রীষ্মে ফুল। ফুল বড়, ১২-১৫সেমি লম্বা, ডালের আগায় একটি বা একাধিক। বৃতি চওড়া। দল নলাকার, ভেরীবৎ, সাদা, মুখের লতিগুলো কুঁচকান ও দাঁতাল। ফুল ফোঁটে রাতে ও সকালেই ঝরে যায়। ফল ৪৫*৩সেমি আর বীজ ২-৩সেমি লম্বা, বীজে চাষ। 

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা 
ছবি- নেট


 :) :) @}-;-‘-;-‘-;--------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি