গার্ডেন স্টক

ফুলের নাম- স্টক/গার্ডেন স্টক (Garden stock) 
বৈজ্ঞানিক নাম- Matthiola incana 
পরিবার- Brassicaceae 

বাগানে শীতের বেশিরভাগ ফুলই বিদেশি! শীতের বাগানের বিদেশি ফুল স্টক! বাংলা কোনো সুন্দর নাম নেই। 

ছোট গাছ, একবছরই বাঁচে। গাছগুলো লম্বায় প্রায় ১৫-৩৬ইঞ্চি। বিভিন্ন রঙের ফুলের জাত আছে। ফুলটি আমাদের দেশে নতুন হলেও অন্যান্য দেশে কাট-ফ্লাওয়ার হিসেবে বেশ খ্যাতি আছে। সুন্দর ঘ্রাণ আর বাহারী রঙ। প্রাকৃতিক রঙ তৈরি হয় ফুল থেকে আর বীজের রয়েছে ঔষধি গুণ। আপনার শীতের বাগানে লাগাতে পারেন সুন্দর এই ফুল। 

ছবি- নেট 

:) :) @}-;-'-;-'-;-------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি