গার্ডেন জেরেনিয়াম


ফুলের নাম- গার্ডেন জেরেনিয়াম 

বৈজ্ঞানিক নাম- Pelargonium x hortorum 
পরিবার- Geraniaceae (Geranium family) 
অন্যান্য নাম- Zonal Geranium, Fish Geranium, Horseshoe 

Geranium প্রায় ৮৩০টি প্রজাতি নিয়ে জেরেনিয়াম পরিবার। মূলত জেরেনিয়াম গণের গাছগুলোকে True geranium বলা হয়। লিনিয়াস গার্ডেন জেরেনিয়ামকে জেরেনিয়াম গণের অন্তর্ভুক্ত করেছিলেন কিন্তু পরবর্তীতে ১৭৮৯ সালে Charles L’Héritier আলাদা গণের বর্ণনা করেন। গার্ডেন জেরেনিয়াম নাম থেকেই আন্দাজ করা যায় তার খ্যাতি বাগানে। 

বিভিন্ন উপায়ে আপনি এই গাছ লাগাতে পারেন। হোক বাগানে বেড বা হেজ হিসেবে অথবা ছোট্ট পটে বারান্দা বা জানালার এক কোণে, যেভাবেই লাগানো হোক সে ঠিক মানিয়ে নিতে পারে। সুন্দর ফুলের জন্য লাগানো হয় তবে ফুল ছাড়া গাছের পাতাগুলোও দেখতে বেশ আকর্ষণীয়! 

গাছের পাতা ও কান্ড সাক্যুলেন্টজাতীয়। ২-৩ইঞ্চি ব্যাসের পাতাগুলো গোল, কিনার ঢেউখেলান। হাইব্রিড অনেক জাত আছে। হাইব্রিড জাতের পাতাগুলো দেখতে খুব সুন্দর, পাতায় আছে নানান রঙের নকশা! গাছ থেকে লম্বা মঞ্জরীদন্ড বের হয়, যার আগায় থোকায় থোকায় ফুল, অনেক রঙের জাত আছে।

ছবি- নেট


 :) :) @}-;-'-;-'-;-------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি