বিদেশিনী লিলি

"লিলি তোমারে গেঁথেছি হারে 
আপন বলে চিনি, 
তবুও তুমি রবে কি বিদেশিনী" ~রবীন্দ্রনাথ ঠাকুর 


আমাদের দেশে বাগানে যে লিলি ফুলগুলো লাগানো হয় তাদের বেশিরভাগই বিদেশি। আমরা নাম দিয়ে তাদের আপন করে নেইনি তাই তারা এখনো বিদেশিনী রয়ে গেছে। ঘাসফুল আর সুখদর্শন অবশ্য এই লিস্ট থেকে বাদ পড়েছে। স্পাইডার লিলি, অ্যামারিলিস লিলি আমাদের মাটি-বাতাসের সাথে মানিয়ে যাবার পরেও বিদেশিনী। আজকের অ্যালবামে এখানে-ওখানে যত লিলি ফুল আছে সবাইকে একত্রিত করার চেষ্টা করছি :) 

ফুলের নামের শেষাংশে "লিলি/Lily" শব্দটি কত-শত ফুলের সাথে আছে তার সঠিক সংখ্যা ইন্টারনেটে খুজে জানা যায় নি। হয়তো কোনো বইয়ে পাওয়া যাবে, যা আমার জানা নেই। তাই লিলি ফুলের সঠিক সংখ্যা সম্পর্কে না জেনেই অ্যালবাম করতে হচ্ছে :( 

লিলি শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে। পৃথিবীতে এতো প্রজাতির লিলি ফুল আছে কিন্তু তাদের মধ্যে Lilium গণের ফুলগুলোকে True lily বলা হয়। এই গণে ১০০ এরও বেশি প্রজাতি রয়েছে। প্রজাতিভেদে এইগণের গাছএর উচ্চতা সাধারণত ২-৬ ফুট পর্যন্ত হতে পারে। 

গাছগুলোর মূলকে বাল্ব বলা হয় অর্থাৎ মূল পেয়াজের মতো, অবশ্য বেশ কিছু প্রজাতি আছে যাদের মূল রাইজোম(আদার মতো গড়ন) বা স্টোলন(Stolons are horizontal connections between organisms) এর মাধ্যমে আশেপাশে ছড়াতে থাকে। এছাড়া প্রজাতিভেদে ফুলের আকার বড়-ছোট, সুগন্ধি-গন্ধহীন, বিভিন্ন রঙ, কালো দাগ/ডোরা/ছিটে ফোটা প্রভৃতি দেখা যায়। পুষ্পদন্ডে ফুলের বিন্যাস দুই ধরণের হতে পারে, এক- ফুলগুলো পুষ্পদন্ডের শীর্ষে একটি নির্দিষ্ট স্থান থেকে গুচ্ছাকারে জন্মে আর দুই- পুষ্পদন্ডের বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথকভাবে ফুল ফোটে। ছয়টি পাপড়ি প্রজাতিভেদে ছড়ানো/পেছন পর্যন্ত প্রসারিত/ফানেল এর আকারে বিন্যাস্ত থাকে। বসন্তের শেষে অথবা গ্রীষ্মে ফুল ফোটে। 

গাছ সাধারণত বহুবর্ষজীবী, তবে শীতপ্রধান দেশে শীতের সময় গাছের বৃদ্ধি সুপ্ত অবস্থায় থাকে যা অপেক্ষাকৃত কম শীত পেলেই বৃদ্ধি পেয়ে ফুল দেয়। Lilium গণকে সাতটি সেকশনে বিভক্ত করা হয়েছে, যা উইকিপিডিয়াতে দেখতে পারেন(লিঙ্ক- http://en.wikipedia.org/wiki/Lilium) 

Lilium গণের লিলি ছাড়াও আরো অনেক লিলি ফুল রয়েছে। আজকের অ্যালবাম lilium গণের নয় এমন সব লিলি ফুল দিয়ে তৈরি। 
• Amazon lily, Eucharis × grandiflora
 • African lily, Agapanthus africanus
 • Arum lily, Araceae 
• Bead lily, Clintonia
 • Belladonna lily, Amaryllis
 • Blackberry lily, Belamcanda 
• Blood lily, Haemanthus
 • Blue lily 
• Bugle lily, Watsonia 
• Calla lily, Zantedeschia aethiopica 
• Chocolate lily 
• Corn lily, Veratrum 
• Cornish lily, Nerine bowdenii 
• Daylily (or Day lily), Hemerocallis
 • Fawn lily, Erythronium 
• Flax lily, Dianella 
• Fringe lily, Thysanotus 
• Ginger lily, Alpinia or Hedychium 
• Guernsey lily, Nerine sarniensis 
• Gymea lily, Doryanthes excelsa 
• Kaffir lily, Clivia miniata or Schizostylis coccinea 
• Lent lily, the wild daffodil Narcissus pseudonarcissus 
• Lily of the valley, Convallaria majalis 
• Mariposa lily, Calochortus 
• Natal lily, Clivia miniata 
• Paradise lily, Paradisea 
• Peruvian lily, Alstroemeria 
• Pineapple lily, Eucomis
 • Rain lily, Habranthus, Cooperia and Zephyranthes
 • River lily • St Bernard's lily, Anthericum liliago 
• St Bruno's lily, Paradisea liliastrum 
• Sand lily, Veltheimia capensis 
• Spider lily, Crinum: Hymenocallis: Lycoris 
• Spoon lily, Alocasia brisbanensis
 • Swamp lily, Crinum pedunculatum 
• Tinsel lily, Calectasia 
• Vanilla lily, Arthropodium 
• Water lily or waterlily, Nymphaeaceae (aquatic plants) 


তথ্যসূত্র- গাছের কথা ফুলের কথা, উইকিপিডিয়া ও অন্যান্য ওয়েবসাইট
 ছবি- নেট



 :) :) @}-;-'-;-'-;-------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি