Love in a mist
ফুলের নাম- Love in a mist
বৈজ্ঞানিক নাম- Nigella damascena
পরিবার- Ranunculaceae
আদিনিবাস দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ-পশ্চিম এশিয়া। দামেস্কের সাথে মিল রেখে দ্বিপদ নামের শেষাংশে damascena যুক্ত করা হয়েছে। নানাভাগে বিভক্ত ব্র্যাক্ট খুব চিকন ফিতার মতো হয়ে ফুলকে বৃত্তাকারে ঘিরে থাকে, তাই ফুলের নাম Love in a mist। অবশ্য এই একই কারণে ফুলের আরেকটি নাম রয়েছে, devil in the bush। নাম যাই হোক, একসময় যে ফুলকে অনাবাদী বা যত্রতত্র জন্মাতে দেখা যেত তা এখন বেশ কদর করেই বাগানে লাগানো হয়। Nigella damascena হচ্ছে আমাদের অতি পরিচিত কালোজিরা(Nigella sativa)-র আত্নীয়। তাই ফুল ও গাছ দেখতে প্রায় একইরকম।
গাছগুলো প্রায় ৮-২০ ইঞ্চি লম্বা হয়। পাতাগুলো সরু সুতার মতো, বিপ্রতীপভাবে সজ্জিত এবং বহু শাখায় বিভক্ত। মূলত গ্রীষ্মকালে ফুল ফোটে, অন্য সময়ও থাকতে পারে। নানান রঙের ফুলের হাইব্রিড জাত আছে- হালকা নীল, গাঢ় নীল, ল্যাভেন্ডার, রক্তিম-লাল, গোলাপি, ম্যাজেন্টা, সাদাটে, সাদা। নীল ফুলের যে ভ্যারাইটি সবচেয়ে বেশি দেখা যায় তার নাম- 'Miss Jekyll'। 'Miss Jekyll' নামটি দেয়া হয়েছে Gertrude Jekyll (/ˈdʒiːkəl/ JEE-kəl; 29 November 1843—8 December 1932) এর সম্মানে, যিনি ছিলেন একজন ব্রিটিশ হর্টিকালচারিস্ট, গার্ডেন ডিজাইনার, আর্টিস্ট, রাইটার। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে ৪০০এরও বেশি বাগান তৈরির কাজে সম্পৃক্ত ছিলেন। এছাড়া, তার লেখা আর্টিকেলের সংখ্যাও ১০০০ এর বেশি। অন্যান্য জাতগুলো হচ্ছে- 'Persian Jewels', 'Persian Rose', 'Albion', 'Blue Midget', 'Cambridge Blue', 'Mulberry Rose', 'Oxford Blue'।
ছবি- নেট
:) :) @}-;-‘-;-‘-;--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন