উইস্টারিয়া
ফুলের নাম- উইস্টারিয়া
বৈজ্ঞানিক নাম- Wisteria spp.
পরিবার- Fabaceae
যুক্তরাষ্ট্রের পূর্বাংশ, চীন, কোরিয়া, জাপানের গাছ। অরনামেন্টাল প্ল্যান্ট হিসেবে অনেক দেশেই লাগানো হয়। Wisteria গণে প্রায় দশটির মতো প্রজাতি আছে। Wisteria sinensis কে চাইনিজ উইস্টারিয়া, Wisteria frutescens কে আমেরিকান উইস্টারিয়া আর Wisteria floribunda কে জাপানিজ উইস্টারিয়া নামে ডাকা হয়। উইস্টারিয়ার নানান হাইব্রিড জাত আছে, এরাও বেশ জনপ্রিয়।
উইস্টারিয়া গাছটির ব্যবহার শুধু বাগান সাজাতে নয়, চীনা-জাপানি শিল্প-সংস্কৃতিরও একটি বড় অংশ জুড়ে আছে উইস্টারিয়ার সৌন্দর্য কীর্তন। উইস্টারিয়া ফুল দিয়ে করা ওদের ডেকোরেটিভ কাজগুলোও প্রশংসার দাবীদার। জাপানের উইস্টারিয়া টানেল আর জায়ান্ট উইস্টারিয়াতে উইস্টারিয়া-উrসব পালনে জড়ো হয় হাজারো দর্শনার্থী। এছাড়া, ক্যালিফোর্নিয়ার সিয়েরা মাদ্রিতে আছে ১ একরেরও বেশি জায়গা জুড়ে আনুমানিক ২৫০টন ভরের বিশ্বের সবচেয়ে বড় উইস্টারিয়া গাছ। চাইনিজ ল্যাভেন্ডার জাতের এই গাছটি ১৮৯৪ সালে লাগানো হয়েছিলো। ফুল ফোটার মৌসুমে এখানেও বেশ দর্শক সমাগম ঘটে।
উইস্টারিয়া কাষ্ঠল-আরোহী গাছ। অবলম্বন পেলে পেচিয়ে পেচিয়ে বেড়ে ওঠে। গাছ লম্বায় প্রায় ২০ মিটার আর প্রায় ১০মিটার জায়গা জুড়ে এরা ছড়িয়ে যায়। ফুল-পাতা দেখেই বোঝা যায় এরা fabaceae পরিবারের সদস্য। পাতা একান্তর, ১৫-৩৫সেমি লম্বা, পক্ষাকার, ৯-১৯টি পত্রিকাযুক্ত। আমাদের সোনালু বা মনিমালার মতো ১০-৮০সেমি লম্বা মঞ্জরীতে ফুল ফোটে। নানান রঙের ফুলের জাত আছে। সাধারণত বেগুনি, নীলচে-বেগুনি, গোলাপি, সাদা রঙের ফুল বেশি দেখা যায়। এশিয়ান কিছু প্রজাতির ফুল ফোটে বসন্তে, আমেরিকান কিছু জাতের ও W. japonica র ফুল ফোটে গ্রীষ্মের মধ্য থেকে শেষভাগে। কিছু প্রজাতির ফুলে ঘ্রাণ আছে, চাইনিজ উইস্টারিয়া তার মধ্যে অন্যতম। শুটির মতো ফলে বীজ থাকে, বীজগুলো বিষাক্ত।
গাছের কাটিং ও বীজ থেকে বংশবিস্তার ঘটে। বীজ থেকে চারা করা হলে ফুল আসতে অনেক সময় লেগে যায় তাই কাটিং থেকে চারা করাই ভালো। অতিরিক্ত সার বিশেষ করে নাইট্রোজেন সার প্রয়োগ করা হলেও গাছের ক্ষতি হতে পারে। উইস্টারিয়া তার মূলে থাকা ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রোজেন ফিক্সেশন করে তার চাহিদা মেটাতে পারে। তাই বাড়তি নাইট্রোজেন সার দেয়ার কোনো প্রয়োজন নেই। তবে, পটাশিয়াম আর ফসফেট সার দেয়া যেতে পারে।
ছবি- নেট
:) :) @}-;-‘-;-‘-;--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন