ক্রিসমাস ক্যাকটাস
ফুলের নাম- ক্রিসমাস ক্যাকটাস
বৈজ্ঞানিক নাম- Schlumbergera (cultivars)
পরিবার- Cactaceae
অন্যান্য নাম- Holiday Cactus, Crab Cactus
মাত্র ছয়টি প্রজাতির ছোট্ট গণ Schlumbergera, আদি নিবাস ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চল। ব্রাজিলে এই গাছকে Flor de Maio অর্থাৎ মে ফ্লাওয়ার বলা হয়। ১৮১৮ সালে সর্বপ্রথম ইউরোপে Schlumbergera truncata প্রজাতির চাষ শুরু হয়। এরপর শুরু হয় সংকরায়নের মাধ্যমে নতুন হাইব্রিড জাত উদ্ভাবন। বর্তমানে হাইব্রিড জাতগুলোই বেশি জনপ্রিয়।
এই গাছ ঘরের পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারে। গাছটিতে কোনো পাতা নেই আর ক্যাকটাস পরিবারের সদস্য হওয়ার পরেও গাছটিতে কোনো কাঁটা নেই। ছোট চ্যাপ্টা কান্ডগুলোর কিনার খাজকাটা, এরা একটির মাথায় একটি যুক্ত হয়ে প্রায় ১.৫ মিটার পর্যন্ত লম্বা ঝালর তৈরি করে, আর এই ঝালরের মাথায় ফোঁটে
নানান রঙের ফুল- সাদা, গোলাপি, হলুদ, কমলা, লাল, বেগুনি, মিশ্র। ফুল সাধারণত শীতে ফোঁটে। ফুলগুলো দেখলে মনে হয় একটি ফুলের ভেতর আরেকটি ফুল গেথে রাখা হয়েছে। কান্ড থেকে নতুন চারা করা যায়। আমাদের দেশেও এখন এই গাছগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন