কুসুম গাছ

কুসুম ফুল 
বৈজ্ঞানিক নাম- Schleichera oleosa 
পরিবার- Sapindaceae 
অন্যান্য নাম- Ceylon oak, lac tree, gum lac tree উল্লেখযোগ্য। 

উপহিমালয়, মধ্যভারত, শ্রীলঙ্কা ও মায়ানমারের প্রজাতি। বিশাল বৃক্ষ, ৩০ মিটার পর্যন্ত উঁচু, পত্রমোচী, প্রকান্ড মাথা শাখা-প্রশাখায় নিবিড়। যৌগপত্র ১-পক্ষল, জোড়পক্ষ, পত্রিকা সাধারণত ৬টি, বোঁটার কাছে পত্রিকা আকারে ছোট, ৩-৭ সেমি লম্বা, আগার দিকে ক্রমেই বড়, শেষের জোড়া ১৫-২০সেমি। কচি পাতা গাঢ় লাল এবং এজন্য বসন্তের শুরুতে কচিপাতাভরা গাছ কয়েকদিন ঝলমল করে। পাতার সঙ্গেই ফুল, খুব ছোট। ফল ২-৫ সেমি লম্বা, কাঁটাভরা। বীজ ১-২টি। উত্তম লাক্ষা চাষে ব্যবহৃত। শুষ্ক অঞ্চল পছন্দ। 

তথ্যসূত্র- গাছপালা-তরুলতা 
ছবি- নেট


 :) :) @}-;-‘-;-‘-;--------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি