কসমস
ফুলের নাম- কসমস
বৈজ্ঞানিক নাম- Cosmos bipinnatus
পরিবার- Asteraceae
অন্যান্য নাম- garden cosmos, Mexican aster
মেক্সিকোর প্রজাতি। গাছ লম্বা, ৯০-১২০ সেমি, ডালপালা আছে। পাতা পক্ষাকারে সরু ফালিতে বিভক্ত। লম্বা ডাঁটায় এক বা একাধিক ফুল, বেশ চওড়া(৬-৮ সেমি), সিঙ্গল কখনও ডাবল, নানা রঙের- সাদা, বেগুনি, গোলাপি, গাঢ়-লাল।
হলুদ বা কমলা রঙের একটি প্রজাতি(C. sulphurus) আছে। গাছ লম্বা বা খাটো(৪০-৪৫ সেমি), ডালপালা আছে। ফিলের মাঝখান কালো বা হলুদ, শীত ও গ্রীষ্ম সব ঋতুতেই ফোঁটে।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন