এশিয়াটিক লিলি

ফুলের নাম- এশিয়াটিক লিলি 
বৈজ্ঞানিক নাম- Lilium spp.


 এশিয়াটিক লিলি মূলত লিলিয়ামেরই (Lilium spp.) কতগুলো আবাদিত জাত। আবার লিলিয়াম হচ্ছে লিলি গণভুক্ত। সারা বিশ্বে লিলি নামে অজস্র ফুল থাকলেও লিলিয়ামকে মূল লিলি হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে এশিয়াটিক লিলি লিলিয়ামেরই কতগুলো রকমফের। লিলি, লিলিয়াম এবং এশিয়াটিক লিলি মিলিয়ে এই ফুলের বর্ণধারা এতই প্রাচুর্যময় যে অনেক সময় আলাদা করে শনাক্ত করাও কঠিন। তবে বর্ণবৈচিত্র্য, দীর্ঘস্থায়িত্ব ও সুগন্ধের জন্য লিলিয়ামের খ্যাতি বিশ্বজোড়া। সারা বিশ্বে এখন প্রায় ৯০ ধরনের লিলিয়াম চাষ হয়। সেই সূত্রে বর্ণবৈভবের দিক থেকে লিলিয়ামও কম যায় না—সাদা, লাল, হলুদ ও কালো—কত রঙের বাহার! লিলির আদিস্থান ইউরোপ হলেও বর্তমানে এশিয়াসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। 

আমাদের দেশে সঠিক পদ্ধতি অনুসরণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারলে প্রায় সারা বছরই লিলিয়াম চাষ করা সম্ভব। লিলিয়াম মূলত বর্ষজীবী কন্দজ উদ্ভিদ। একটি কন্দ থেকে এক বা একাধিক গাছ হতে পারে। তাতে ফুলের সংখ্যা কয়েকটি, কিছু কিছু সুগন্ধি। পাপড়ি সংখ্যা ছয়। ক্ষেত্রবিশেষে কম-বেশি হতে পারে। কাট-ফ্লাওয়ার হিসেবেও এরা বেশ জনপ্রিয়।

 মূললেখা- মোকারম হোসেন(দৈনিক প্রথম আলো)
 ছবি- নেট 


:) :) @}-;-'-;-'-;-----

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি