পাদাউক

ফুলের নাম- পাদাউক 

বৈজ্ঞানিক নাম- Pterocarpus indicus পরিবার- Fabaceae অন্যান্য নাম- Amboine, Pashu Padauk, Malay Paduak, New Guinea Rosewood, Narra উল্লেখযোগ্য। 

শতবর্ষী গাছ হেয়ার রোডের পাদাউক। প্রধান বিচারপতির বাসভবন থেকে রমনা পার্কের সীমানা পর্যন্ত ছায়ামাখা পথটির দুই পাশে বেশ বড়সড় কাণ্ডের গাছগুলোই পাদাউক। পাদাউক আমাদের দেশী গাছ নয়। ধারণা করা হয়, রমনা নিসর্গের গোড়াপত্তনের সময় ঢাকায় নিযুক্ত লন্ডনের কিউ গার্ডেনের উদ্যোক্তা রবার্ট লুই প্রাউডলক মিয়ানমার থেকে এ গাছগুলো নিয়ে আসেন।

 গ্রীষ্মে পুষ্পপ্রেমিকদের অনেকেরই সতর্ক দৃষ্টি থাকে পাদাউকের ওপর। অসর্তকতায় একটি উপভোগ্য দৃশ্য থেকে বঞ্চিত হতে পারেন— এ ভাবনায় প্রতিদিনই নির্দিষ্ট গাছগুলোয় চোখ রাখেন সবাই। গোটা বছরে মাত্র এক দিনের জন্য ফোটে ফুল। যারা প্রতিদিন হেয়ার রোডে যাতায়াত করেন, তাদের অনেকেই হয়তো বিষয়টি জানেন না। আপনি কোনো একটি গাছে নিয়মিত চোখ রাখলে হয়তো দেখা পেতে পারেন দুর্লভ ফুলটির। দেখবেন অতি প্রত্যুষে সোনালি-হলুদ ফুলে ভরে আছে। সারা দিন পুষ্প উত্সব শেষে সন্ধ্যায় কোমল পাপড়িগুলো তাদের শেষ পরিণতির জন্য অপেক্ষা করে। ধীরে ধীরে অসংখ্য হলুদে সজ্জিত হতে থাকে তার সবুজ জমিন। বিষণ্ন পাপড়িরা জড়ো হয় গাছতলায়। পরের দিন আর কোনো চিহ্নই থাকে না গাছে। 

প্রস্ফুটনের স্বল্প স্থায়িত্বের এমন বৈশিষ্ট্য বিরল। ঢাকায় বিক্ষিপ্তভাবেও চোখে পড়ে। পাদাউক উজ্জ্বল সবুজ পাতার বিশাল আকৃতির পত্রমোচি বৃক্ষ। উচ্চতা প্রায় ৩৪ থেকে ৪০ মিটার পর্যন্ত হতে পারে। গ্রীষ্মের শুরুতে হলুদ রঙের ফুল সারা গাছ ছেয়ে যায়। ফুলের গন্ধে কোনো উগ্রতা নেই, আছে মিষ্টি গন্ধ। শিম গোত্রীয় পাদাউক ফুল এক থেকে তিন সেন্টিমিটার লম্বা। ফুল শেষে গাছে চ্যাপ্টা ও গোলাকৃতির ফল আসে। 

তথ্যসূত্র- দৈনিক সমকাল ও বণিকবার্তা 
ছবি- নেট 


:) :) @}-;-‘-;-‘-;-------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি