বিজি লিজি
শীতের ফুল বিজি লিজি(Busy Lizzie)! নামটা অদ্ভুত হলেও সিঙ্গেল পেটালের ফুল গুলো দেখতে কিন্তু মন্দ নয়।
বিজি লিজি আমাদের বাগানের দোপাটি ফুলের ঘনিষ্ট আত্মীয়! দোপাটি আর বিজি লিজি একই গণের, প্রজাতিটি শুধু ভিন্ন! শীতের বাগানে অনেক বিদেশি ফুলের ভীড়ে এর আগমন বেশ কয়েকবছর হলো।
ছোট গাছ, গাছ ভর্তি ফুল। নানান রঙের আর হাইব্রিড চারা নার্সারীগুলোতে পাওয়া যায়। সাধারণত সিঙ্গেল পাপড়ির ফুল আমাদের দেশে বেশি পাওয়া যায়। ডাবল পাপড়ির ভ্যারাইটিও আছে। যেকোনো ডাবল পাপড়ির ফুলগুলো দেখতে অনেকটা গোলাপের মতো লাগে! এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না।
বিজি লিজির বৈজ্ঞানিক নাম- Impatiens walleriana(I. sultanii) পরিবার- Balsaminaceae অন্যান্য নামের মধ্যে balsam, sultana, impatiens অন্যতম।
গাছগুলোর আদিনিবাস পূর্ব-আফ্রিকার দেশ কেনিয়া থেকে মোজাম্বিক। বহুবর্ষজীবী এই গাছগুলো ৬-১৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। লেন্স আকৃতির পাতা ৩-১২ সেমি লম্বা আর ২-৫সেমি চওড়া। গাছজুড়ে প্রচুর ফুল ফোঁটে। পাঁচ পাপড়ির ফুলের ব্যাস ২-৫ সেমি।
টপিয়ারী বা হ্যাঙ্গিং পটে লাগানোর জন্য আদর্শ গাছ। বাগানের বর্ডার লাইনেও লাগাতে পারেন। কয়েক রঙের ফুল গাছ একত্রে লাগিয়ে আনতে পারেন বাগানে রঙের মেলা!
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন