বোতাম ফুল
ফুলের নাম- বোতাম ফুল
বৈজ্ঞানিক নাম- Gomphrena globosa
পরিবার- Amaranthaceae
অন্যান্য নাম- Globe Amaranth, Gomphrena, Bachelor's buttons(ইংরেজি); গুলে মখমল(হিন্দি ও উর্দূ)।
ভারতীয় প্রজাতি। ৫০-৬০ সেমি উঁচু, ঝোপাল। পাতা সরু সরু, ২ সেমি চওড়া। বোতামের মতো গড়নের কাগুজে গ্রথণের গোল গোল মঞ্জরি, লম্বা ডাঁটায় খাড়া, সাধারণত বেগুনি বা সাদা। গ্রীষ্ম ও বর্ষার ফুল। শুকিয়েও রাখা যায়। বীজে চাষ। একটি খাটো জাতও(২৫ সেমি) আছে।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন