ল্যাভেন্ডার

ফুলের নাম- ল্যাভেন্ডার
বৈজ্ঞানিক নাম- Lavendula spp.
পরিবার- Lamiaceae

 প্রায় ৩৯টি প্রজাতি নিয়ে Lavendula গণ। সবচেয়ে বেশি যে প্রজাতিটি চাষ করা হয় তার নাম Lavendula angustifolia। আমাদের দেশে ল্যাভেন্ডার চাষ হয় না কিন্তু ল্যাভেন্ডারের ঘ্রাণ কেমন তা আমাদের অনেকেরই জানা আছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়ার কিছু অংশে পাওয়া যায় এই গাছ। কাছাকাছি পাওয়া যায় কাশ্মীরে।

 Lavendula angustifolia প্রায় ১-২ মিটার লম্বা হয়। সবুজ পাতাগুলো ২-৬ সেমি লম্বা, ৪-৬ মিমি চওড়া হয়।ফুলের রঙ ল্যাভেন্ডার (pinkish-purple)। লম্বা মঞ্জরীদন্ডে ছোট ছোট ফুল, সুগন্ধি। দেশে বসে ফুল দেখতে না পারলেও সাবান, পাউডার, এয়ারফ্রেশনার, কসমেটিকস এ পাবেন ল্যাভেন্ডারের ঘ্রাণ। ল্যাভেন্ডার এর এসেন্সিয়াল অয়েল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ল্যাভেন্ডার অয়েল সবচেয়ে বেশি উৎপাদন করে বুলগেরিয়া আর কাশ্মীরের ল্যাভেন্ডার অয়েল সবচেয়ে জনপ্রিয়। এছাড়া, ল্যাভেন্ডারের ব্যবহার হয় রান্নার মশলা হিসেবে, হার্বাল মেডিসিনে, অ্যারোমাথেরাপীতে এছাড়াও আরো অনেক অনেক ব্যবহার আছে।

 ছবি- নেট 


:) :) @}-;-‘-;-‘-;--------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি