সুইট উইলিয়াম, ডায়ান্থাস
ফুলের নাম- সুইট উইলিয়াম, ডায়ান্থাস
বৈজ্ঞানিক নাম- Dianthus barbatus
পরিবার- Caryophyllaceae
উত্তর ফ্রান্সের প্রজাতি। কার্নেসন ও পিঙ্কের ঘনিষ্ঠ। গাছ ৩০-৪৫ সেমি উঁচু। পাতা চওড়া, চোখা, গাঢ়-সবুজ। ডালের আগায় ফুলের গুচ্ছ। সিঙ্গল বা ডাবল, সুগন্ধি, নানা রঙের- সিঁদুরে-লাল, বেগুনি, পাটকিলে, গোলাপী, লাল, সাদা ও দাগফুটকি। পাপড়ি রেখাযুক্ত, মাঝখানে সাদা চোখ।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
:) :) @}-;-‘-;-‘-;---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন