ট্রামপিট লতা

ফুলের নাম- ট্রামপিট লতা 
বৈজ্ঞানিক নাম- Campsis grandiflora 
পরিবার- Bignoniaceae 

ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। শক্ত লতা, পত্রমোচী, পর্বসন্ধি থেকে গজান সরু থোকা থোকা শিকড় দিয়ে আশ্রয় বেয়ে ওঠে। যৌগপত্র ১-পক্ষল, বিজোড়পক্ষ, পত্রিকা ৭-৯টি, কিনার ক্রকচ, ৩-৫ সেমি লম্বা। শীতে পাতা ঝরায়। গ্রীষ্ম ও বর্ষায় ফুল, দালের আগায় ঝুলন্ত মঞ্জরীতে কয়েকটি, পাটকিলে রঙের দল, ৫ সেমি লম্বা, ঘন্টাকৃতি, মুখ চওড়া, তাতে ৫টি লতি। 

C. radicans প্রজাতির পত্রিকা ৯-১১টি, ফুল আকারে ছোট, কমলা রঙের। কলমে চাষ। ফুলের পর ডালপালা ছেঁটে দেয়া ভাল। 

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা 
ছবি- নেট


 :) :) @}-;-‘-;-‘-;--------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি