ভূত ফুল
Ghost Flower বা ভূত ফুল নাতিশীতোষ্ণ অঞ্চলের বিশেষতঃ Asia, North America ও northern South America অঞ্চলে জন্মানো এক ধরণের উদ্ভিদ।
অ্যানিমেটেড ফিল্মে যেমনটি দেখা যায়, রাত বারোটার ঘন্টা পরতেই মাটি ফুড়ে ভুতের দল বেরিয়ে আসে ঠিক তেমনি প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী ঘন্টা বাজতেই দলবেধে মাটি ফুড়ে বেরিয়ে আসে Ghost Plant.
এরা সাধারণত স্যাতস্যাতে ও যেসব জায়গায় পর্যাপ্ত সূর্যালোক পৌছার ব্যাবস্থা নেই সেসব স্থানে জন্মে থাকে। এদের দেহে chlorophyll অনুপস্থিত, তাই নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারেনা। খাদ্যের জন্য এরা অন্য উদ্ভিদ ও ছত্রাকের উপর নির্ভরশীল।
Ghost Plant সাধারণত ১০-৩০ সে.মি. লম্বা যা ৫-১০ মি.মি. আকৃতির পাতা দিয়ে আবৃত থাকে। একটি গাছে ৩-৮ পাপড়িবিশিষ্ট একটিই ফুল ফোটে। গ্রীষ্মের শুরু থেকে শরৎ এর শুরু পর্যন্ত প্রকৃতিতে এদের আনাগোনা। ফুল সাধারণত সাদা, কখনো কালোছোপযুক্ত আবার কখনো হালকা গোলাপীর দেখা মিলে।
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;------
Great post! I am actually getting ready to across this information, is very helpful my friend. . ফুলের ছবি ডাউনলোড করুন ২০২২ সালের সেরা ....
উত্তরমুছুন