Bridal veil
ফুলের বাংলা নাম জানা নেই
বৈজ্ঞানিক নাম- Clerodendrum wallichii
পরিবার- Verbenaceae
অন্যান্য নাম- Bridal Veil, Nodding Clerodendron, Wallich's glorybower, Nutan bleeding heart
পার্বত্য-চট্টগ্রাম, মৌলভীবাজারের বনাঞ্চলে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। দেশের অন্যান্য অঞ্চলেও থাকতে পারে। আঞ্চলিক বা বাংলা নাম জানতে পারিনি। সাদা ফুলে ভরা গাছ দেখে সোনালুর ঝাড়ের কথা মনে পড়ে যায়। এই গাছগুলো প্রায় ৭ ফুট পর্যন্ত লম্বা হয়। সরু পাতাগুলো প্রায় ৪-৯ ইঞ্চি লম্বা হয়। লম্বা মঞ্জরীতে সাদা ফুল, ঝুলন্ত, পুংকেশরগুলো বাহিরের দিকে প্রসারিত হয়ে থাকে। ফুল শেষে ফল হয়। কাঁচা ফল সবুজ, পাকলে কালো।
বান্দরবানের মারমা সম্প্রদায়ের লোকেরা ডায়রিয়ার চিকিৎসায় পাতার নির্যাস ব্যবহার করে থাকে। এছাড়া, মূলের রস তীব্র জ্বর কমাতে ব্যবহৃত হয়।
ছবি- নেট
:) :) @}-;-‘-;-‘-;--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন