গ্যালফিমিয়া
ফুলের নামঃ গ্যালফিমিয়া
অন্যান্য নামঃ Rain of Gold, Spray of Gold, Thryallis, et
পরিবারঃ Malpighiaceae(Barbados cherry family)
বৈজ্ঞানিক নামঃ Galphimia gracilis
বর্ণনাঃ সৌন্দর্য বর্ধক এই ফুল আমাদের দেশের নয়। এই ফুলটি মেক্সিকো এবং মধ্য আমারিকায় দেখা যায় বেশী। এটির সাধারন নাম হচ্ছে Rain of Gold। হলুদাভ রঙের জন্যে এই নাম করা হয়েছে ফুলটির। এই চিরহরিৎ ক্রান্তীয় উদ্ভিদ একজন পূর্ণবয়স্ক মানুষের সমান লম্বা হতে পারে। ডালপালা গুলো অনেকটা লালচে রঙের। আয়তকার পাতারা বিপরীতভাবে সজ্জিত থাকে।
গ্যালফিমিয়া ফুলগুলো অনেক জমকালো। একটি বাগানের মাঝে থেকে সবার আকর্ষণ নিজের দিকে টেনে নেয় এই ফুল। মনোমুগ্ধকর ফুলোগুলো পাঁচটা আলাদা পাপড়ি দিয়ে সজ্জিত থাকে। পুংকেশর থাকে ঠিক মাঝখানেতে। প্রতিটি পাপড়ি দেখতে অনেকটা চামচের মতো। আমাদের দেশে বৃক্ষমেলা গুলোতে আপনি এই ফুল দেখতে পাবেন।
বীজ এবং কলমের মাধ্যমে এই ফুলগাছের বংশবিস্তার করা যায়। গ্রীষ্মকালই চারা রোপনের জন্যে উপযুক্ত সময়। উজ্জ্বল সূর্যালোকে গাছ দ্রুত বাড়ে। এই ফুলগাছ শুষ্ক মাটিও পছন্দ করে। তাই এর আশে পাশের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হওয়া উচিত। উজ্জ্বল সূর্যালোক পছন্দ করলেও খুব ঠান্ডা পছন্দ করে না। তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রী সেন্টিগ্রেডের নিচে নামলে এই গাছ তা সহ্য করতে পারে না। অধিকাংশ ক্ষেত্রেই মারা যায়। নিয়ম করে এই গাছ ছাঁটতে হয়। তেমন কোন রোগ হয় না বললেই চলে। তবে স্পাইডার মাইট থেকে সাবধান থাকা উচিত।
রেফারেন্সঃ
১) https://en.wikipedia.org/wiki/Galphimia_gracilis
২) http://www.missouribotanicalgarden.org/PlantFinder/PlantFinderDetails.aspx?taxonid=282553&isprofile=0&
৩) http://mobile.floridata.com/Plants/Malpighiaceae/Galphimia%20glauca/528
৪) http://davesgarden.com/guides/pf/go/51470/
৫) https://en.wikipedia.org/wiki/Spider_mite
ছবি- নেট
:) :) @}-;-;-;-‘-‘-‘---
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন