জেড ক্লাইম্বার

ফুলের নাম- Jade Climber, Jade Vine, Emerald Creeper, Flor-de-Jade, Blue Jade Vine, Turquois Jade Vine 
বৈজ্ঞানিক নাম- Strongylodon macrobotrys 
পরিবার- Fabaceae 

সবুজ রঙের পাতাযুক্ত একটি লতান/আরোহী গাছ৷ এর ফুলগুলো ফিরোজা রঙের৷ তবে এই ফুলগুলোর বৈশিষ্ট্য হলো এগুলোর রং পরিবর্তন হয়৷ অর্থাৎ blue-green রঙ পরিবর্তিত হয়ে ফুলের রঙ mint green হয়ে যায়৷ আমাদের দেশে এই ফুল পাওয়া যায় না। 


:) :) @}-;-'-;-'-;---------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি