ব্ল্যাকবিন


ফুলের নাম- ব্ল্যাকবিন 
বৈজ্ঞানিক নাম- Castanospermum australe 
পরিবার- Fabaceae 
অন্যান্য নাম- Moreton Bay Chestnut 

চিরসবুজ গাছ, সাধারণত ২৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাণ্ড সরল, কালো ও ডালপালাগুলো ঝুলন্ত। বিজোড়পত্রী, পত্রিকাসংখ্যা প্রায় ১৬টি, ৫ ইঞ্চি লম্বা। শীর্ষ পত্রিকা ছোট। পাতা লম্বায় ৫ সেমি। 

ফুলের বৈশিষ্ট্য অশোকের কাছাকাছি। কমলা-লাল রঙের নজরকাড়া ফুলগুলো ডালপালা ও পাতার কক্ষে গুচ্ছবদ্ধভাবে থাকে। প্রস্ফুটনকাল এপ্রিল থেকে জুন পর্যন্ত। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ফ্লোরা অ্যান্ড ফউনা অষ্টম খণ্ডের তথ্য মতে, ড. সালার খান ১৯৯৬ সালে প্রকাশিত একটি জার্নালে গাছটির কথা উল্লে¬খ করেছেন। অস্ট্রেলিয়ার উপ-উষ্ণমণ্ডলের এ গাছ আমাদের দেশে কখন ও কীভাবে এসেছে, তা এখন আর জানা যায় না। 

বেইলি রোডের ব্ল্যাকবিন ঢাকার শতবর্ষী বৃক্ষ। রমনা পার্কের অরুনোদয় গেটের বিপরীত দিকে, যেখান থেকে বেইলী রোডের শুরু ঠিক সেখানটায়ই গেলে দেখতে পাবেন দুষ্প্রাপ্য এই ব্ল্যাকবিন। জানামতে, আমাদের দেশে ব্ল্যাকবিনের এই একটি গাছই আছে। 

মূল লেখা- মোকারম হোসেন 
ছবি- নেট 


:) :) @}-;-‘-;-‘-;------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি