গোল্ডেন গার্ডেনিয়া


ফুলের নাম- গোল্ডেন গার্ডেনিয়া 

বৈজ্ঞানিক নাম- Gardenia carinata 
পরিবার- Rubiaceae 
অন্যান্য নাম- Malaysian Tree Gardenia, Kedah Gardenia 

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার গাছ। আমাদের দেশি বাগানে নতুন এসেছে। ফুলগুলো বেশ সুন্দর! গাছ গুল্ম বা ছোট বৃক্ষজাতীয়, পাতা উপবৃত্তাকার-ডিম্বাকার, পাতার নিচের দিকে শিরাসমূহ স্পষ্ট ও রোমশ। ফুলের বৃন্ত সরু ও বেশ লম্বা, ৬ বা তার বেশি পাপড়ি, প্রায় ৪.৫ইঞ্চি ব্যাস। ফুল প্রথমে সাদা রঙের ফোঁটে, সময়ের সাথে সাথে ফুলের রঙ পরিবর্তিত হতে থাকে এবং শেষে হলুদ রঙের হয়। তাই একই গাছে একই সময় সাদা আর হলুদ ফুলের দারুন রঙের খেলা চলতে থাকে। ফুল সুগন্ধি। 

গাছের কাটিং থেকে চারা করা যায়। খুব বেশি যত্ন বা রোগ-বালাই নেই। উজ্জ্বল সূর্যালোক, পরিমিত পানি গাছের বৃদ্ধির জন্য যথেষ্ট। সারাবছর বা বছরে কয়েকবার ফুল ফোঁটে। ফুল কাটিং হিসেবেও ভালো, অনেকটা সময় সতেজ থাকে। 



ছবি- নেট


 :) :) @}-;-'-;-'-;-----

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি