কলিয়াস

ফুলের নাম- কলিয়াস 

বৈজ্ঞানিক নাম- Plectranthus scutellarioides/Coleus blumeri 
পরিবার- Lamiaceae অন্যান্য নাম- Painted nettle 


ক্রান্তীয় এশিয়া ও আফ্রিকার প্রজাতি। বহুবর্ষজীবী গাছ, রঙ্গিন পাতার জন্য জনপ্রিয়। ৩০ সেমি থেকে ১ মি. উঁচু, শাখায়িত। পাতা নানা আকারের, নানা রঙের। ডালের আগায় একক বা শাখায়িত মঞ্জরীতে সরু সরু নীলচে ফুল। বীজ ও কলমে চাষ। এই গাছ বেশি ছায়ায় উজ্জ্বলতা হারায়, তাই ঘরে রাখা যায় না। বারান্দা বা ছাদে বা বাগানের বর্ডার হিসেবে লাগানো যায়। 

ছবি- নেট 


:) :) @}-;-'-;-'-;------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি