লেডিস আম্ব্রেলা

ফুলের নাম- লেডিস আম্ব্রেলা 
বৈজ্ঞানিক নাম- Holmskioldia sanguinea 
পরিবার- Verbenaceae 
অন্যান্য নাম- Chinese hat, cup & saucer, parasol flower, mandarins hat 

বাংলাদেশ ও ভারতের প্রজাতি কিন্তু সুন্দর কোনো বাংলা নাম নেই। কাষ্ঠলতা, ডালপালা এলান। অনেকটা ঝোপের মতো, পত্রমোচী। পাতা ডিম্বাকার বা ভল্লাকার, ৪-৬ সেমি লম্বা, নিচ অল্প রোমশ, বিন্যাস বিপরীত। প্রায় সারাবছরই ফুল, শীত ও বসন্তে পাটকিলে-লাল ফুলের ছোট ছোট থোকায় গাছ ভরে থাকে। ছোট ছোট মঞ্জরি কাক্ষিক। যুক্ত বৃতি ঘন্টাকার, ২ সেমি চওড়া, লাল-কমলা। দল নলাকার, ২সেমি লম্বা, ২-ঠোট, লাল। কলমে চাষ। 

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা 

:) :) @}-;-‘-;-‘-;---------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি